ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষিত কমপ্লিট শাটডাউন এর পক্ষে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও পুলিশের গুলিতে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে ও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ঘোষিত সাট ডাউন কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (১৮ জুলাই ) সকালে ১১ টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা ও সোনাহাট কলেজ মোড়ে এক যোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।বেলা ১১টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী। রাস্তায় মিছিলটিকে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও থানা রোড ঘুরে গার্লস স্কুল মোড়ে এসে শেষ হয়।এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিতভাবে সারাদেশে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান তারা।
বক্তারা আরো বলেন, একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের চলমান আন্দোলন মেনে কোটা প্রথার সংস্কারের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)