ছবিঃ সিএনআই
দিনাজপুরঃ দিনাজপুর শহরে শাট ডাউনের কর্মসূচি চলাকালে দুপুরে দিকে কোটা বিরোধী মিছিলকারিদের সাথে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসবক লীগের একাংশের নেতাকর্মীদের ধাওয়া পান্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ আগুনের ঘটনায় রনক্ষেত্রে পরিনত হয়েছিল শহরের চারুবাবুর মোড়সহ আশপাশের এলাকা। সংঘর্ষে পৌর কমিটির একজন যুগ্ম সাধারন সম্পাদকসহ ৫ জন গুরুত্বরসহ উভয়পক্ষে ৫০ জন আহত হয়েছে৷ এদের মধ্যে মহেশ চন্দ্র নামে আদর্শ কলেজের ছাত্রকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আইসিইউ ইউনিটে স্হানান্তর করা হয়েছে।
এসময় ক্ষুব্ধ মিছিলকারিদের হামলায় রাস্তার পাশে আওয়ামী লীগের শহর কোতয়ালী কমিটির কার্যালয় ভাংচুর তছনছ করাসহ কমপক্ষে ১৫ টি মোটর সাইকেল ভাংচুরসহ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে হালকা লাঠিচার্জসহ কয়েকটি টিয়ারশেল সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করেছে পুলিশ।
এর আগে শহরের জিলা স্কুলের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ বের করে বৈষম্য বিরোধীরা। লিলিমোড় হয়ে মিছিল চারুবাবুর মোড়ে পৌছালে হামলা করে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের একাংশের নেতাকর্মীরা। এসময় শুরু হয় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপসহ হাতাহাতির ঘটনা। এসময় এক পর্য্যায়ে আওয়ামী লীগের শহর ও কোতয়ালী কমিটির কার্যালয়ে হামলা চালায় মিছিলকারিরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ারগ্যাস এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দুপুর পৌনে ৩টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা ধরে শহরের এলাকায় বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ মিছিলসহ খন্ড খন্ড সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছত্রভঙ্গ হয়ে পড়া বিক্ষোভকারিরা জড়ো হয়ে দলীয় কার্যালয়ে আরেক দফা হামলা চালিয়ে দলীয় কার্যালয়সহ ১০টি মোটর সাইকেলে আগুন দেয়, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এছাড়াও বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শাটডাউন কর্মসূচির কারনে ভোর থেকে শহরের রাস্তার মোড়সহ গুরুত্বপূর্ণ স্হানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিনে টহলে নিয়োজিত রয়েছি বিজিবি সদস্যরা।
পুলিশ সুপার শাহ ইফতরখার আহমেদ জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র বিক্ষোভে বিএনপি জামায়াতসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত। তারা যখন বিক্ষোভকারিদের ছত্রভঙ্গে ব্যস্ত ছিলেন, এসময় সরকারি কলেজ থেকে হাজার দেড়েক শিক্ষার্থী এসে আওয়ামীলীগ পার্টি অফিসে আগুন দিয়েছে।
অন্যদিকে দুরপাল্লারসহ গন পরিবহন চলাচল করেনি। তবে স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। খুলেনি বেশীর ভাগ দোকানপাট। স্হবির হয়ে পড়েছে জীবনযাত্রা।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)