• শিশু সংবাদ
  • লিড নিউজ

দোহারে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • শিশু সংবাদ
  • লিড নিউজ
  • ১৬ জুলাই, ২০২৪ ১৮:১৮:২৭

প্রতীকী ছবি

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে মাদ্রাসায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আবদুল্লাহ আতাহার ওরফে মুরছালিন (২২) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার (১৫জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে মাদ্রাতুস ছাহাবা এন্ড ইসলামিক একাডেমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিক্টিমের পরিবার বাদী হয়ে দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

ভিক্টিমের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামে অবস্থিত মাদ্রাতুস ছাহাবা এন্ড ইসলামিক একাডেমির শিক্ষক আবদুল্লাহ আতাহার ওরফে মুরছালিন (২২) মাদ্রাসাটির ৮ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে
উদ্ধার করে এবং অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে দোহার থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষককে আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য ( ১)





image
  • company_logo