• সমগ্র বাংলা

ফরিদপুরে ভোক্তা অধিকারের তদারকি : মন প্রতি পেঁয়াজে দাম কমেছে ৩০০ টাকা

  • সমগ্র বাংলা
  • ১৪ জুলাই, ২০২৪ ২০:৩৮:৩৪

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুর সালথায় ভোক্তা অধিকারের তদারকিতে প্রতি মন পেঁয়াজে দাম কমেছে ৩০০ টাকা। এর অংশ হিসেবে রবিবার ( ১৪ ই জুলাই) বিকেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এর নেতৃত্বে সালথা উপজেলার ঠেনঠেনিয়ায় পেঁয়াজ আড়তে তদারকি  চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়,  প্রতিমন পেঁয়াজ  ৩৭০০-৩৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত শুক্রবার ( ১২ ই জুলাই)  ছিল ৪১০০-৪২০০ টাকা। মন প্রতি পেঁয়াজের দাম  ৩০০ টাকা কমেছে। 

ফরিদপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, প্রতি কেজি পেঁয়াজ কৃষক পর্যায়ে ৯২-৯৫ টাকা দরে বিক্রি হয়। পাকা ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স হায়দার ট্রেডার্স, মেসার্স মোল্ল্যা ট্রেডার্স ও মেসার্স শরিফ এন্টারপ্রাইজকে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা ও জরিমানা করা হয়। 

এছাড়া তিনি আরো জানান, পাকা ক্রয়-বিক্রয় রশিদ নিশ্চিত সহ যৌক্তিক মূল্যে পেঁয়াজ ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়েছে।  এ সময় জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং আড়ত ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo