ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর এবং চিরিরবন্দরে আজ রবিবার অপঘাতে দুজনের অকাল মৃত্যু ঘটেছে। দুজনের মধ্যে বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারেজুল ইসলাম নামে এক ব্যক্তি এবং চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সি শিশু শাহাদত মারা গেছে।
সারেজুল ইসলাম (৪৫) বিরামপুরের বিনাইল ইউনিয়নের রানীনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
চিরিরবন্দরের জোত সাতনালা গ্রামে আজ রবিবার দুপুরে পুকুরে গোসল করার সময় শাহাদত নামে ৮ বছর বয়সি এক শিশু গভীর পানিতে তলিয়ে মারা গেছে।
স্হানীয়রা জানান, তিন বন্ধু মিলে পুকুরে গোসল করার সময় শাহাদত গভীর পানিতে তলিয়ে গিয়েছিল। খবর পেয়ে আধা ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করে স্বজনরা। তবে ততক্ষনে প্রাণ হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল শাহাদত। অন্য দুই শিশু নিরাপদে বাড়ী ফিরেছে।
চিরিরবন্দর থানার উপ পরিদর্শক কমল চন্দ্র রায় জানান, সাতার না জানায় গভীর পানিতে তলিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। পুকুরে জাল টেনে তাকে উদ্ধার করেছে স্বজনরা। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
এদিকে এর আগে সকালে ঢাকা থেকে বাড়ী ফিরে পাশের দোকানে চা-নাস্তা খাচ্ছিল সারেজুল ইসলাম নামে এক ব্যক্তি । এসময় অসাবধানতাবশতঃ চায়ের দোকানেই হাতের মাধ্যমে পুরো শরিরে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল তার । গুরুত্ব অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেছেন কর্তব্যরত চিকিৎসক।
বিরামপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের হাতে তুলে দিয়েছেন তারা। তবে এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)