• সমগ্র বাংলা

চিলমারীতে রাতের আধারে ত্রাণ পৌঁছে যাচ্ছে বন্যার্তদের ঘরে

  • সমগ্র বাংলা
  • ১৩ জুলাই, ২০২৪ ২১:৫৬:০৭

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ত্রাণ কার্যক্রম অব্যাহত। রাতের আধারেও ত্রাণ পৌঁছে যাচ্ছে বন্যার্তদের ঘরে। ত্রাণের জন্য অপেক্ষা নয় এবার ত্রাণ পৌঁছে যাচ্ছে বানভাসীদের হাতে। ঘরে বা আশ্রয় নেয়া স্থানে ত্রাণ পৌঁছে যাওয়ায় বন্যার্ত মানুষের মাঝে স্বস্থি দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় প্রেরিত ত্রাণ সামগ্রী চিলমারী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বন্যার্ত ও ভাঙ্গন কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারবাহিকতায় শুক্রবার রাতে বন্যার্ত উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পাঁচ গ্রাম মাদ্রাসায় আশ্রয় নেয়াসহ অবদা বাঁধ ও বিভিন্ন এলাকার বানভাসী মানুষের মাঝে শুকনা খাবার ( চাল, ডাল, আলুসহ ত্রাণ সামগ্রী) পৌঁছে দেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মোশাররফ হোসেন, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রুকুনুজ্জামান শাহিন বিভিন্ন এলাকা পরিদর্শনসহ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, শুক্রবার চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মাঝে ৬ মে.টন চাল, ১শত প্যাকেট শুকনা খাবার, অষ্টমীর চর ইউনিয়নে ৫ মে. টন চাল, ১২০ প্যাকেট শুকনা খাবার, নয়ারহাট ইউনিয়নে ২মে. টন চাল, ২৫০ প্যাকেট শুকনা খাবার, রানীগঞ্জ ইউনিয়নে ২০ প্যাকেট শুকনা খাবার বিতরন করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo