• সমগ্র বাংলা

মিঠামইন হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

  • সমগ্র বাংলা
  • ১৩ জুলাই, ২০২৪ ২১:১১:৩১

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ মিঠামইনে হাওরে ঘুরতে এসে গোসল করতে নেমে আবিদ (২০) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।  শুক্রবার (১২ জুলাই) বিকেলে জেলার মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে এ ঘটনা ঘটে। আবিদের বাড়ি গাজীপুর জেলায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে আসেন আবিদসহ তিনজন বন্ধু। বিকেল ৩টার দিকে মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে গোসল করতে নেমে ডুবে যান তারা। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, উদ্ধার অভিযানে সজীব ও শাহজাহান নামের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আবিদ এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। 

অষ্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশু নিহত মোঃ আশরাফ আলী, কিশোরগঞ্জ: অষ্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ইত্যাদি আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার অলওয়েদার সড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইত্যাদি আক্তার অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘিরপাড়া এলাকার আশরাফ আলীর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইত্যাদি আক্তার মায়ের সঙ্গে অলওয়েদার সড়কে ঘুরতে আসে। শুক্রবার সন্ধ্যায় একটি মোটরসাইকেল ইত্যাদিকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বেপরোয়া মোটরসাইকেল তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo