ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামার বেলান নদীর রাবার ড্যামে ২ জন শ্রমিক তলিয়ে নিখোজ হয়েছে। ১৩ জুলাভ শনিবার দুপুর ২ টার দিকে একদল শ্রমিক সাতার কেটে নদী পার হওয়ার সময় ২ জন তলিয়ে গেছে। উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। রংপুর থেকে ডুবুরি তলব করে বিকাল সাড়ে ৫ টা থেকে তল্লাসী চালানো হচ্ছে
নিখোজ দুই শ্রমিক হলো খানসামার ভাবকী ইউনিয়নের আগ্র পাইকপাড়ার বাসিন্দা তরুরী কান্ত রায়ের ছেলে বাংকেশ্বর রায় (৩৫) এবং একই গ্রামের বাসিন্দা জিতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায়।
খাননসামার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু সায়েম জানান, দুপুর ২ টার দিকে বেলান নদীর রাবার ড্যামের কাছ দিয়ে একদল শ্রমিক সাতার কেটে নদী পার হচ্ছিল। এসময় অন্যরা তীরে উঠতে পারলেও স্রোতের টানে বাংকেশ্বর রায় এবং জয়ন্ত রায় তলিয়ে নিখোজ হয়ে গেছে। দীর্ঘ সময় ধনে তল্লাসি চালিয়ে তাদের সন্ধ্যান পাননি তারা।
রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি তলব করা হয়েছে। বিকাল সোয়া ৫ টা পর্যন্ত ঘটনাস্হলে পৌছেনি ডুবুরির দল।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)