• সমগ্র বাংলা

দিনাজপুরে কোচ ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫, আহত ২৬

  • সমগ্র বাংলা
  • ০৫ জুলাই, ২০২৪ ১২:০০:২৬

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাঁচবাড়ীতে কোচ ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জনে, গুরুত্বর অবস্হায় ২৭ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬ টার দিকে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে রয়েছে নাবিল পরিবহনের সুপারভাইজার হেলপার, ট্রাক ড্রাইভার এবং শিশিসহ আরেক যাত্রী। তবে তাৎক্ষনিকভাে সবার পরিচয় জানতে পারনি পুলিশ। কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, আজ সকাল ৬ টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী নাবিল পরিবহনের ( ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০ সাথে আম বহনকারি ট্রাকের( ঢাকা মেট্রো -ট- ১৭-০০৮৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে নাবিল পরিবহনের সুপারভাইজার রাজেশ বাহাদুর, অজ্ঞাত পরিচয় হেলপার এবং ট্রাকের ড্রাইভার হাসু (৪০) দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। ২৮ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছে অজ্ঞাত পরিচয় শিশুসহ আরেক যাত্রী। 

থানার উপ পরিদর্শক হাসান মোহাম্মদ রুবেল জানান, দুর্ঘটনায় কোচের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা। পরে পুলিশের রেকারের সহায়তায় দুর্ঘটনা কবলিত কোচ ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় জানতে চেষ্টা করছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo