• আন্তর্জাতিক
  • লিড নিউজ

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানে উত্তর কোরিয়া দৃঢ় সমর্থন দিচ্ছেঃ পুতিন

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ১৮ জুন, ২০২৪ ১৫:০৪:৫০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রাশিয়াকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সফরের আগে মঙ্গলবার একটি নিবন্ধে এ কথা জানান পুতিন।

দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে পুতিন আজই উত্তর কোরিয়ায় সফরে যাচ্ছেন। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পুতিনের একটি নিবন্ধ প্রকাশ করেছে।

নিবন্ধে পুতিন লিখেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানে উত্তর কোরিয়া যেভাবে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে আমি সেটার প্রশংসা করি আমরা। দুই দেশ এখন সক্রিয়ভাবে বহুমাত্রিক অংশীদারত্ব এগিয়ে নিচ্ছে,

২০০০ সালের পর আজই প্রথমবার উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন। বিশ্বরাজনীতিতে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন একটি দেশ হিসেবে পরিচিত। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মস্কোর ঘনিষ্ঠ মিত্র। 

সফরের আগে কেসিএনএর নিবন্ধে পুতিন লিখেছেন, এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। সেই সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে পরিবর্তিত ও সমান সহযোগিতার বিকাশে ভূমিকা রাখবে।

উল্লেখ, গত বছর বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চেপে রাশিয়া সফর করেছিলেন কিম জং-উন।

মন্তব্য ( ০)





  • company_logo