ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের সদর চিরিরবন্দরসহ কয়েকটি স্হানে আজ রবিবার সকালে ৬ টি উপজেলা এলাকায় কিছু সংখ্যক ( সব মিলিয়ে প্রায় ২ হাজার পরিবার) অনুসারি ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। পরে পশু কোরবানী দেন সামর্থবানরা। সকাল ৮ টায় জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদের নামাজে অংশ নেন শতাধিক অনুসারি পরিবার। এতে ইমামতি করেন বিরলের একটি মাদ্রাসার শিক্ষক মাওলনানা আব্দুর রাজ্জাক।
এছাড়াও চিরিরবন্দরের সাইতাড়া রাবার ড্যাম, ফতেজংপুর, কাহারোলের জয়নন্দ ১৩ মাইল গড়েয়া, বিরলের বনগাঁও জামে মসজিদে এবং বিরামপুরের বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ ও জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদসহ কয়েকটি স্হানে ছোট পরিসরে ঈদুল আযহার নামাজ আদায়ের খবর পাওয়া গেছে।
সৌদি আরবের সাথে মিল রেখে ২০০৭ সাল থেকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন তারা।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার...
নিউজ ডেস্কঃ জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মান...
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নি...
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল...
মন্তব্য ( ০)