• আন্তর্জাতিক
  • লিড নিউজ

জম্মু-কাশ্মীরে সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, চলছে গোলাগুলি

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ১২ জুন, ২০২৪ ১১:১৪:৪৫

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত শাসিত জম্মু-কাশ্মীরের ডোডা নামের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচ সেনাসহ ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও গোলাগুলি চলছে। 

এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই করছে।

কাঠুয়ায় সন্ত্রাসীদের গুলি চালানো, একজন বেসামরিক ব্যক্তিকে আহত করা এবং রিয়াসিতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে ৯ যাত্রী নিহত হওয়ার পর জম্মুতে তিন দিনের মধ্যে এটি তৃতীয় ঘটনা।

এদিকে সন্ত্রাসবিরোধী অভিযানের তত্ত্বাবধায়ক জম্মু জোনের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন জানিয়েছেন, গত রাতে কাঠুয়ায় একটি এনকাউন্টারে একজন সন্ত্রাসীকেও হত্যা করা হয়েছে। 

ডোডা ঘটনার বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা গভীর রাতে ছত্তরগালা এলাকায় একটি সেনা ঘাঁটিতে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলে ওপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এখনও গোলাগুলি চলছে।

জম্মু পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কাঠুয়া হামলায় দুই সন্ত্রাসী জড়িত ছিল এবং তাদের মধ্যে একজন নিহত হয়েছে। কাঠুয়ার হীরানগর এলাকায় দ্বিতীয় জনের সন্ধানে নিরাপত্তা বাহিনী ড্রোন দিয়ে তাকে খুঁজছে।

মন্তব্য ( ০)





  • company_logo