• প্রশাসন

নির্বাচনে সততার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ-কুড়িগ্রামের এসপি

  • প্রশাসন
  • ২৬ মে, ২০২৪ ১৯:৪২:৫৫

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ নির্বাচনে সততার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ বলে জানিয়েছেন কুড়িগ্রামের এসপি আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম। পুলিশ জানায়, কুড়িগ্রামের নাগরিক নিরাপত্তা ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ৩য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কঠোর, নিরেপেক্ষ, নির্মোহ অবস্থানে থেকে সপ্তাহব্যাপী নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় জেলা পুলিশ অব্যাহত রেখেছে নিরবিচ্ছিন্ন ডমিনিশেন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম।

পুলিশের এমন কার্যক্রমের প্রশংসা করছেন সাধারন ভোটাররা। পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম জানান, ১ম ও ২য় ধাপের মতো আমরা ৩য় ধাপেও অত্যন্ত সততা, হাড়ভাংগা পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কঠোর অবস্থানে আছি। নির্বাচনকে ঘিরে কেউ যদি সহিংসতার পায়তারা করে, সে যেই হোক তাকে আমরা প্রনিধানযোগ্য আইনের কাঠগড়ায় আনতে বদ্ধ পরিকর।

মন্তব্য ( ০)





  • company_logo