ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ নির্যাতিত গৃহকর্মী নাজিরার পাশে দাঁড়িয়েছে রংপুর জেলা যুবলীগ।রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতেল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খোজ খবর নেন।এসময় নির্যাতিত নারীর পাশে দার্ড়িয়েছে জেলা যুবলীগ।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নাজিরাকে দেখতে যান রংপুর জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস,সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহ-সভাপতি নওশাদ আলম রাজুসহ অন্যরা নেতৃবৃন্দ।এ সময় নাজিরার শারীরিক অবস্থাসহ তার পরিবারের খোঁজ খবর নেন তারা। সেই সাথে নাজিরার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়। রংপুর জেলা যুবলীগের এমন মহানুভবতায় আবেগে আপ্লুত হয়ে পড়েন নাজিরার পরিবারের সদস্যরা।
রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রংপুর জেলা যুবলীগ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আমরা হাসপাতালে নির্যাতিত গৃহকর্মী নাজিরার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেই এবং আমাদের সাধ্যমত আর্থিক সহযোগিতা করি। যারা নাজিরার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, কাজ কম করে ভাত চাওয়া অপরাধে গৃহকর্মী নাজিরাকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ঢাকার বিমানবন্দরে উচ্চমান সহকারী পদে কর্মরত আনোয়ার হোসেনের স্ত্রীর বিরুদ্ধে। নাজিরার পরিবার ঈদের দু'দিন পর খবর পেয়ে গাইবান্ধায় নিয়ে এসে জেলা সদর হাসপাতালে ভর্তি করান তাকে। অবস্থার অবনতি হলে গত ১৭ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার...
নিউজ ডেস্কঃ জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মান...
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নি...
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল...
মন্তব্য ( ০)