প্রতীকী ছবি
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক সহ ট্রাকের চালককে আটক করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে কালিয়াকৈর - মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ইউনিয়নের সৌরভ গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মুক্তার দেওয়ানের ছেলে শহীদ দেওয়ান (৩৫)। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে শহীদ দেওয়ান জীবিকার তাগিতে সিএনজি নিয়ে মাওনা হইতে কালিয়াকৈর উদ্দেশ্যে ছেড়ে আসলে চাপাইর সৌরভ গার্ডেন সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুছরে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়েছেন। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ট্রাকসহ চালককে আটক করা হয়।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুল রাজ্জাক রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয় এবং ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্কঃ ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস...
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বনন্দিত ক্রিকেট কিংবদন্তী এবং...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার...
নিউজ ডেস্কঃ জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মান...
মন্তব্য ( ০)