প্রতীকী ছবি
ফেনী প্রতিনিধিঃ তীব্র তাপদাহের কারণে নৌ সৈনিক আবুল হাসান মুহুরি নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর থেকে সে নিখোঁজ ছিল। ফেনীর মুহুরি নদীতে নিখোঁজ হওয়ার ৯ঘন্টা পর নৌবাহিনীর এক সৈনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ওসি।
জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) দুপুরে মুহুরী নদীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর অংশে গোসল করতে গিয়ে নিখোঁজ হন নৌ সৈনিক আবুল হাসান (২২)। খবর পেয়ে দমকল বাহিনী ও চট্টগ্রাম থেকে আশা নৌ বাহিনীর ডুবুরি দল ৯ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন।
নৌ সৈনিক আবুল হাসান ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌ ঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
নিহতের পিতা আবুল খায়ের জানিয়েছেন, হাসান ছুটিতে এসেছিল। তীব্র তাপদাহের কারণে সে দুপুরে মুহুরি নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর থেকে সে নিখোঁজ ছিল।
হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন খান বলেন, স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আশা নৌ বাহিনীর ডুবুরি দল রাত ৯টার দিকে লাশ উদ্ধার করেছেন।
আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের...
নিউজ ডেস্কঃ ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস...
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বনন্দিত ক্রিকেট কিংবদন্তী এবং...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার...
মন্তব্য ( ০)