
ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: মাগুরায় রেললাইন নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরনের ৩ কোটি ৫০ লক্ষ ৪ হাজা ৫ শত ৯২ টাকার চেক আজ রামনগর ঠাকুরবাড়ী নির্মানাধীন রেল ষ্টেশন প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ রেলওয়ের মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত জমি অধিগ্রহণকৃত স্থানে ৩য় পর্যায়ের ক্ষতিপূরনের ২৩ জনের মাঝে মোট ৩ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ৫ শত) ৯২ টাকার চেক বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জন দূর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্থ এলাকায় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ স্বশরীরে পৌছে ক্ষতিগ্রস্থ লোকদের হাতে এ চেক তুলে দেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ে প্রকল্প পরিচালক মোঃ আছাদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও ক্ষতিগ্রস্থ উপকারভোগিরা। এর ফলে মাগুরার ক্ষতিগ্রস্থ ২৩ জন উপকারভোগিরা উপকৃত হয়েছে।
ক্ষতিগ্রস্ত উপকার ভোগিরা এ চেক পেয়ে খুবই আনন্দিত। ২০২২ সালের আগষ্ট মাসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ রেলপথের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন।এ রেলপথ চালু হলে মাগুরার সাথে ঢাকার যোগাযোগ আরো সুদৃঢ় হবে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)