• আন্তর্জাতিক
  • লিড নিউজ

এবার জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার করলো ভারত

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ৩০ মার্চ, ২০২৪ ১২:২৪:৫৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আরব সাগরে জলদস্যুর কবলে পড়েছিল এক ইরানি জাহাজ। সে জাহাজ থেকে ২৩ জন পাকিস্তানিকে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। খবর- এনডিটিভি।

ইরানি মাছ ধরার জাহাজ 'আল-কাম্বার ৭৮৬' জলদস্যুদের কবলে পড়ে ২৮ মার্চ। ইয়েমেনের সকোত্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি, তাতে উঠে পড়ে নয়জন সশস্ত্র দস্যু। 

জাহাজটি থেকে বার্তা পায় আরব সাগরে অবস্থানরত ভারত নৌবাহিনীর দুটি জাহাজ -- আইএনএস সুমেধা এবং আইএনএস ত্রিশূল। এরপর আক্রান্ত জাহাজটির উদ্দেশ্যে রওয়ানা হয়। 

১২-ঘন্টাব্যপী অভিযান চালিয়ে ২৩ পাকিস্তানি ক্রু উদ্ধার হয়। এ ঘটনায় আত্মসমর্পণ করেছে জলদস্যুরা।

মন্তব্য ( ০)





  • company_logo