ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে চাটমোহর উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার, জাতীয় ও দলীয় পতকা উত্তোলন, বঙ্গবন্ধুর পৃতিকৃতিতে পুস্তকস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরন।
চাটমোহর উপজেলা প্রসাশন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গত ৪ মার্চ রচনা, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষন উপস্থাপন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে শহীদ মিনারে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।
উক্ত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা ও পৌর শাখা, চাটমোহর পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার...
নিউজ ডেস্কঃ জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মান...
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নি...
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল...
মন্তব্য ( ০)