• সমগ্র বাংলা

গাজীপুরে বসতঘরের আটটি কক্ষ পুড়ে ছাই

  • সমগ্র বাংলা
  • ০৫ মার্চ, ২০২৪ ১২:২৬:০৬

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের লক্ষ্মীপুর এলাকায় আগুনে একটি বসতবাড়ির আটটি কক্ষসহ কক্ষে থাকা টিভি ফ্রিজ ল্যাপটপসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। সোমবার (৪ মার্চ) দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ আলীর অফিসের পাশে সেমিপাকা টিনশেড ভবনের একটি কক্ষে আগুন ধরে। পড়ে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।

সোমবার দুপুর ২টা ৪৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তারা একযোগে চেষ্টা চালিয়ে ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে আটটি বসতঘর, ঘরে থাকা টিভি, ফ্রিজ, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদের নেতৃত্বে বিকাল পৌনে চারটার দিকে সম্পূর্ণ আগুন নেভানো হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo