প্রতীকী ছবি
শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে ড্রাম ট্রাক চাপায় মুঞ্জুর হোসেন মীর (৩৮) নামের এক কাঁচামাল ব্যাবসায়ী নিহত হয়েছে। সোমবার (৪ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর-মাওনা সড়কের বকুলতলা (মাওনা হাইওয়ে থানার) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুঞ্জুর হোসেন শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার শাহাব উদ্দিন মীরের ছেলে। সে শ্রীপুরে বাজারে কাঁচা মালের ব্যবসা করতেন।
নিহতের ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে মাওনা চৌরাস্তা কাঁচামালের আড়ত থেকে মালামাল কিনে পিক আপে তুলে দেন। পরে নিজ মোটরসাইকেল যোগে মাওনা থেকে শ্রীপুর আসছিলেন। পথে শ্রীপুর-মাওনা সড়কের বকুলতলা (মাওনা হাইওয়ে থানার) সামনে আসলে বেপরোয়া গতির ড্রাম ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় ওই ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে পেটে ও মাথায় আঘাত পেয়ে আহত হন। স্থানীয়দের সহযোগীতায় স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ডিউটি অফিসার (কর্তব্যরত) উপ-পরিদর্শক (এসআই) সামিয়া রহমান জানান, ঘটনাটি মাওনা হাইওয়ে থানার সামনে হওয়ায় খবর পাওয়া মাত্রই মাওনা হাইওয়ে থানায় ফোন দিলেও রিসিভ করেনি।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, আমাদের থানার সামনে দুর্ঘটনাটি হলেও এটি আমাদের হাইওয়ে থানার এড়িয়ায় পড়েনি। এটি শ্রীপুর রোডে হওয়ায় দুর্ঘটনাটি লোকার থানা (শ্রীপুর থানা) দেখবে। তাদেরকে ফোন দিয়ে খবর নিয়ে দেখেন তারা কি করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহ জামান জানান, এ দূর্ঘটনার বিষয় আমরা কিছুই জানিনা। এটা মাওনা হাইওয়ে পুলিশ দেখবে।
এদিকে, স্থানীয়রা ঘাতক ড্রাম ট্রাক আটক করে মাওনা হাইওয়ে পুলিশকে ফোন দিলেও তারা ঘটনাস্থলে আসেনি। ড্রাম ট্রাক আটক করলেও দুই থানার রেশারেশিতে অজ্ঞাত এক ব্যাক্তি পুলিশ পরিচয়ে জনতার কাছ থেকে ড্রাম ট্রাক ছাড়িয়ে নেয়।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার...
নিউজ ডেস্কঃ জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মান...
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নি...
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল...
মন্তব্য ( ০)