ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মথুরাপুর ভিলেজ ক্যাফে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন।
এতে প্রধান আলোচক ছিলেন, ঈশ্বরদীর বিএসআরআই এর কীটতত্ত বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, বিসিক পাবনার উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মো. আমানুল্লাহ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন মৌচাষ বিশেষজ্ঞ আব্দুল আলিম ভুঁইয়া।
কর্মশালায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক আব্বাছ আলী মিয়া। উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাসা ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রেজাউল করিম।
কর্মশালায় পাবনা জেলার মৌচাষি, মৌ ফসল উৎপাদনকারী, মধু ব্যবসায়ী, মধু প্রক্রিয়াজাতকারী, মধু বিপণনকারী, মধু ভোক্তাসহ ৪০ জন অংশগ্রহণ করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতায় মৌচাষীদের নিরাপদ মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে আয়বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে বাসা ফাউন্ডেশন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার...
নিউজ ডেস্কঃ জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মান...
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নি...
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল...
মন্তব্য ( ০)