ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির সঙ্গে নিরাপত্তা চুক্তি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বার্লিনে এই চুক্তিতে স্বাক্ষর করেন। জার্মানির পাশাপাশি ফ্রান্সের সঙ্গেও একই ধরনের চুক্তি করেছে ইউক্রেন।
রাশিয়ার আক্রমণ ঠেকাতে বরাবরই ইউরোপের শরণাপন্ন জেলেনস্কি। এই চুক্তি নিয়ে জার্মানি, ফ্রান্সও উচ্ছ্বসিত। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে চিহ্নিত করেছেন। জেলেনস্কিও এই চুক্তি নিয়ে নিজের উচ্ছ্বাস গোপন করেননি। খবর বিবিসির।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বর্ষে পড়েছে। কিন্তু এখনও পুরোপুরি থামেনি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়াকে ঠেকানোর প্রাণপন চেষ্টা চালাচ্ছে ইউক্রেন।
সম্প্রতি মিউনিখে হয়েছে সিকিউরিটি কনফারেন্স। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতো নেতারা। সেই কনফারেন্সেই ইউক্রেনের জন্য সওয়াল করেন জেলেনস্কি।
ইতোমধ্যেই রাশিয়া ইউক্রেনের পূর্ব প্রান্তে আক্রমণ কয়েক গুণ বাড়িয়েছে। এই পরিস্থিতেই ফ্রান্স, জার্মানির সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা চুক্তি হলো। এই চুক্তিকে ঐতিহাসিক অ্যাখ্যা দিয়ে জার্মান চ্যান্সেলর শলৎস ইউক্রেনকে ১২ লক্ষ ডলারের মিলিটারি সাহায্যের ঘোষণা করেছেন। রাশিয়ান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের পাশে সব সময় থাকার বার্তা দিয়েছেন।
নওগাঁ প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থ...
নওগাঁ প্রতিনিধি : পরিবর্তিত প্রেক্ষাপটের পরে নওগাঁয় পুলিশ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস্ ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপ...
মন্তব্য ( ০)