ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এই আওয়ামীলীগ যখন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে, শীতবস্ত্র বিতরণ করছে বিএনপি কই, খুঁজে পাওয়া যায় না। বিএনপিকে তখন খুঁজে পাওয়া যায় যখন পেট্রোল বোমা মারে। আর জাতীয় পার্টি কই, তাদেরও তো খুঁজে পাওয়া যায় না। তারা এখন রওশন এরশাদ আর জিএম কাদের এই দুইটি নিয়ে ব্যস্ত আছেন। শুধু আওয়ামীলীগ জনগণের কাছে আছে। সোমবার সন্ধ্যায় নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, আজকে শীতবস্ত্র বিতরণ বলুন কিংবা মানুষের কাছে অনান্য শীতবস্ত্র বিতরণ বলুন,সেটি একমাত্র আওয়ামীলীগে করছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। আরে তোমাদেরকে তো বহু আগে কালো পতাকা দেখিয়েছে। জনগণ বিএনপিকে নির্বাচনের মাধ্যমে কালো পতাকাদেখিয়েছে। আর বিদেশীদের কাছে ধরণা ধরেছিল কোন লাভ হয় নাই। বিদেশীরা লাল পতাকা দেখিয়ে দিয়েছে।
নীলফামারী জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসে বক্তব্য রাখেন সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, আমিরুল ইসলাম আমিন, হোসনে আরা ডালিয়া, সাহাবুদ্দিন ফরাজিসহ আওয়ামীগের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্য শেষে বাংলাদেশ আওয়ামীগের পক্ষ থেকে পাঁচ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারি...
গাজীপুর প্রতিনিধিঃ কল-কারখানার বর্জ্যে বিষাক্ত দুর্গ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিয়...
মন্তব্য ( ০)