ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সিন্দুক কেটে ৯ লাখ ৭৮ হাজার ৬'শ ১৪ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের কোন একসময় সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এই ঘটনা চুরি না ডাকাতি তা তদন্তের পর বলা যাবে বলছে পুলিশ।
এ প্রসঙ্গে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় দুই তলা একটি বাড়ির নিচে এনআরবিসি ব্যাংকের উপশাখা অফিস। আরেকপাশে এসকেএস এনজিওর অফিস। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ির মালিক ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। এ উপশাখায় নিরাপত্তাকর্মী কোন ছিলো না। এছাড়াও পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই আইপি ক্যামেরা যা ভিতরে ছিলো তার সংযোগ বিচ্ছিন্ন ছিল। এ ঘটনায় জড়িতদের ধরতে তাদের একাধিক টিম কাজ শুরু করেছে।
এদিকে ভবনের মালিক আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোরেও তিনি বাড়ির গেট তদারকি করতে গিয়ে দেখেন গেটের তালা ভাঙ্গা। যেহেতু তার বাড়িতে একটি এনজিওর অফিস ভাড়া দেয়া হয়েছে তিনি প্রথমে সেখানকার কর্মকর্তা এবং নিকট আত্মীয়দের ঘটনাটি জানান। তারপর লক্ষ করেন ব্যাংকের সিন্দুক ভাঙ্গা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তিনি ৯৯৯ এ কল করেন। উল্লেখ্য, বাড়ির মালিক সম্প্রতি কুয়েত থেকে এসেছেন এবং আবারো কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আর ব্যাংকের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, তিনি আজ ভোর আনুমানিক ৫ টার দিকে চুরির বিষয়টি জানতে পারেন। বলেন, বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লক্ষ ৭৮ হাজার টাকা সিন্দুকে রেখেই তারা চলে যান। যেহেতু ১০ লক্ষ টাকা পর্যন্ত এই উপ-শাখায় রাখার বিধান আছে। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাদের শাখায় আইপি ক্যামেরা ছিলো। কিন্তু নৈশপ্রহরী কেন নেই বা কারা জড়িত থাকতে পারে এমন প্রশ্নে তিনি এড়িয়ে যান সাংবাদিকদের।
উল্লেখ্য, দুই তলা বিশিষ্ট এই ভবনের নিচে বাম দিকে এনআরবিসি ব্যাংকের উপশাখা থাকলেও ডান দিকে রয়েছে এস কে এস এনজিও কার্যালয়। এছাড়াও বাড়িওয়ালা নিচ তলাতেই থাকেন। এছাড়াও ভবনের ছাদের দেয়ালের কিছু ইট সরানো অবস্থায় দেখতে পাওয়া যায় যদিও তা মূল ঘটনা আড়ালের চেষ্টা বলেই বলছেন অনেকে।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাল...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে রেলপথে ফেন্সিডিল আনার পথে ২০ ব...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায়...
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় আমড়াতলী ম...
মন্তব্য ( ০)