• জাতীয়

মেলা থে‌কে বোমা উদ্ধার ক‌রে ধ্বংস করলো র‍্যাব

  • জাতীয়
  • ২৩ জানুয়ারী, ২০২৪ ২০:৪৭:১৮

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশের ‌মা বুড়ির মেলায় দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা উদ্ধারের পর তা ধ্বংস করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ‌্যায় র‌্যাব ৪ (সিপিস ৩) মা‌নিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

‌প্রেস বিজ্ঞ‌প্তি‌তে র‌্যাব জানায়, মঙ্গলবার দুপু‌রের দি‌কে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন আটিগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন বলাকা ক্লাবের পাশে বকুল গাছের নিচে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে এবং উক্ত বস্তুটি বিস্ফোরক জাতীয় কিছু হতে পারে বলে র‌্যাব‌কে জানায়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে সিপিসি ৩, র‍্যাব ৪, মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ আরিফ হোসেন ও  সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানটি নিরাপত্তা বেষ্টনী দ্বারা চিহ্নিত করে। পরবর্তীতে মানিকগঞ্জ জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কার্যক্রম শুরু করে। এর কিছুক্ষণ পর র‌্যাব ৪, মিরপুর এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুর রহমান( পিএসসি) এবং র‍্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের ডিডি মেজর আশিক ঘটনাস্থলে উপস্থিত হন। অতঃপর র‍্যাব হেডকোয়ার্টার বোম ডিসপোজাল ইউনিট প্রধান মেজর আশিক এর নেতৃত্বে ল্যান্স কর্পোরাল সিরাজ ঘটনাস্থলে থাকা টাইমবোমা সদৃশ বস্তুকে পোর্টেবল এক্সরে মেশিনের মাধ্যমে পরীক্ষা করে জানান যে, উক্ত টাইমবোমা সদৃশ বস্তুটি টাইম মেকানিজম সহ আইই‌ডি বিস্ফোরক। অতঃপর উক্ত বোম্ব ডিসপোজাল ইউনিট যথাযথ নিরাপত্তা বিধান নিশ্চিত করে ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে ফাঁকা জায়গায় প্রয়োজনীয় সরঞ্জাম সংযুক্ত পূর্বক ডে‌মো‌লিশন এর মাধ্যমে উক্ত টাইম মেকানিজম আইইডি টি ধ্বংস করে। উক্ত ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ, মানিকগঞ্জ জেলা প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

র‌্যাব ৪ (সিপিস ৩) মা‌নিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, বোমাটি উদ্ধারের পর অন্যত্র নিয়ে ধ্বংস করা হয়েছে। যারা এ ঘটনায় জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য ( ০)





  • company_logo