• জাতীয়
  • লিড নিউজ

মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ ৩ জন নিহত

  • জাতীয়
  • লিড নিউজ
  • ২২ জানুয়ারী, ২০২৪ ১৭:২৪:০৪

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে মা-মেয়েসহ ৩জন নিহত হয়েছেন। উপজেলার ভাবকীর মোড় এলাকার চেরুমন্ডলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানকোন ইউনিয়নের বিনোদবাড়ী গ্রামের নজরুল ইসলামের শিশুকন্যা আদিবা(৩) এবং তার স্ত্রী হাসিনা (৪০) এবং দাওগাঁও ইউপির ঘোরশাইল গ্রামের অশ্বিণী চন্দ্র দাসের ছেলে মৃনাল চন্দ্র দাস (৬০)। সবাই মুক্তাগাছা উপজেলার স্থানীয় বাসিন্দা।

প্রত‍্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০৪৯২) উপজেলার ভাবকীর মোড়ের চেরুমন্ডল এলাকার নির্মাণাধীন কালভার্টের ডাইভারশনের কাছে পৌঁছনো মাত্র বিপরীত দিক থেকে ছুটে আসে একটি অটোরিকশাকে চাপা দেয়। 

এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুসহ তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অটোরিকশা চালক ও ২ যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং দুজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

মন্তব্য ( ০)





  • company_logo