• অপরাধ ও দুর্নীতি

ঝিনাইদহের মহেশপুর সিমান্ত থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৭ জানুয়ারী, ২০২৪ ১৬:১৩:৫৪

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে এক স্বর্ণ চোরাচালানিসহ ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।আটককৃত চোরাকারবারি- রিমন হোসেন (২০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া  গ্রামের হযরত আলীর ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবি অধিনায় মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে রিমনকে আটক করে। এসময় সাদা কাপড়ে মোড়ানো  ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের বারের মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা।পরবর্তীতে  আটককৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

মন্তব্য ( ০)





  • company_logo