ছবিঃ সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় শীতজনিত রোগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তালহা নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভেলুপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা যায় শিশুটি। জানা যায়, শিশু তালহা ভজনপুরের ভেলুপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তাহেরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয় শিশু তালহা। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে শিশুটির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে নেন পরিবারের সদস্যরা। এদিকে গভির রাতে শিশুটির অবস্থার অবনতি হলে সকালে আবারো স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
স্থানীয় পল্লী চিকিৎসক শাহিনুর রহমান শাহীন বলেন, শুক্রবার সর্দি-কাশি অবস্থায় তার বাবা শিশুটিকে নিয়ে আসে। এসময় জানায় ৫ থেকে ৬ বার পাতলা পায়খানা করেছে শিশুটি। এসময় প্রাথমিক চিকিৎসা দিয়ে পরামর্শ দেয়া হয় যে পায়খানা আবারো দেখা দিলে হাসপাতালে ভর্তি করার। কিন্তু তারা চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরে সকালে আবারো আমার কাছে শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসে।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজের সময় হ...
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
মন্তব্য ( ০)