ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে আবারও গ্রামের নিরীহ মানুষের ওপর বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে নিহত অন্তত ১৯ ও আহত হয়েছেন অন্তত ৩০ জন। গত রোববার সকালে এসব হামলার ঘটনা ঘটে। খবর ইরাবতির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের জাতিগত চিন গ্রামজুড়ে ১২৫ কেজি বোমা হামলা চালানো হয়। পৃথম দুটি গির্জার পাশে বোমা ফেলা হয়। ফলে সেখানে ৬ শিশুসহ ১৯ জন নিহত হন। গ্রামটিতে ২ হাজার মানুষের বসবাস।
তবে দু’জন নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী বলেছেন, মোট ১৯ জন নিহত হলেও এর মধ্যে অন্তত ৮ শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বোমাটি গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করে এবং দ্বিতীয় হামলা হয় যখন লোকজন ভবন থেকে পালিয়ে যান। তাদের বেশির ভাগই গির্জা এলাকার বাইরে নিহত হয়েছেন। কারণ তারা পালানোর জন্য দৌড়াচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, বিমান থেকে মোট ছয়টি বোমা ফেলা হয়েছে। তারা গির্জা লক্ষ্য করে দুটি বোমা হামলা চালায়। আরেকটি বোমা স্থানীয় কমিউনিটির স্কুলের কাছে নিক্ষেপ করা হয়েছে। এদিকে বিদ্রোহী গ্রুপ ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে, তারা কুটকাই টাউনশিপের একটি প্রধান জান্তা ফাঁড়ি দখল করেছে।
এর পর রোববার মধ্যরাতে উত্তর শান রাজ্যের আরও দুটি শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।আরাকান আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি নিয়ে গঠিত ব্রাদারহুড অ্যালায়েন্স গত বছরের ২৭ অক্টোবর অপারেশন ১০২৭ শুরু করার পর থেকে এখন উত্তর শান রাজ্যের ১৬টি শহর দখল করেছে।
নওগাঁ প্রতিনিধি : পরিবর্তিত প্রেক্ষাপটের পরে নওগাঁয় পুলিশ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস্ ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের স...
মন্তব্য ( ০)