ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবিরাজের কাছে যাবার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ( ২২) বছর বয়সের একসন্তানের জননী গৃহবধূকে ব্রহ্মপুত্র নদের পাড়ে রাস্তার পাশে সংঘবন্ধ ভাবে গণধর্ষণ করেছে একদল লম্পট। তিনি উপজেলার পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর পৌরসভার মাঝেরচর এলাকায়।
এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে বুধবার(৩ আড়াইহাজার থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহর নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৪ লম্পটকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন,
মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া (২৬), আড়াইহাজারের কামরানীরচর এলাকার ইলিয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা (২৩), মাঝেরচর এলাকার কাশেমের ছেলেকামরুল ইসলাম (৩০) ও মাধবদীর দস্তরদী এলাকার হযরত আলীর ছেলে শাহাজালাল (২৭)।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান,ধর্ষিতা ওই সময় নিজ বাড়ী থেকে আসামী কামরুল ইসলামের অটোরিকশাতে চড়ে রহিমদী এলাকায় এক কবিরাজের বাড়ীতে যাচ্ছিলেন।পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ী নষ্ট হয়ে গেছে বলে কামরুল রাস্তার পাশে গাড়ী থামায়। এ সময় পাশে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা এসে কামরুলের সহযোগিতায় ধর্ষিতাকে রাস্তার পাশের স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দল বেঁধে ধর্ষণ করে। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ধর্ষিতা বাড়ীতে এসে ঘটনা জানালে অভিভাবকরা পুলিশকে জানান। এই ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে রা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ...
মন্তব্য ( ০)