ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবকদলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী (৪০) ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সাদিকুল ইসলাম শাহিন (২৭)।
জানা গেছে, সম্প্রতি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় চলন্ত ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার মামলায় গত সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী কোরবান আলী ও সাদিকুল ইসলাম শাহিনকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন বলেন, ট্রাকে আগুন দেওয়ার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)