• সমগ্র বাংলা
  • লিড নিউজ

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ধরা পড়লো ৮৫ কেজির বাঘাইড়

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০২ ডিসেম্বর, ২০২৩ ২০:৫১:২০

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপু‌রে ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ৮৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শ‌নিবার দুপু‌রে উপ‌জেলার সীমান্তবর্তী ইউনিয়ন সাহে‌বের আলগার কা‌জিয়ার চ‌র ব্রহ্মপুত্র ন‌দে মাছ‌টি ধরা প‌ড়ে। 

প‌রে জে‌লে মহুবর রহমান বিশালাকৃ‌তির বাঘাইড় মাছ‌টি বি‌ক্রির জন‌্য হা‌তিয়া ইউনিয়‌নের মাছ ব‌্যবসায়ী মন্টুর কা‌ছে বি‌ক্রি কর‌তে গে‌লে উৎসুক জনতা মাছ‌টি দেখার জন‌্য  ভিড় ক‌রেন। মাছ ব‌্যবসায়ী মন্টু(ফিস) জানান, মাছ‌টি এক লাখ দুই হাজার টাকা দি‌য়ে ক্রয় ক‌রে নিই। প‌রে ঢাকার এক ব‌্যবসায়ীর কা‌ছে ১৩০০ টাকা কে‌জি দ‌রে বি‌ক্রি করা হয়।

কু‌ড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান বলেন,  বিষয়‌টি অবগত নই, ত‌বে বর্তমা‌নে ব্রহ্মপুত্র ন‌দে ছোট-বড় বি‌ভিন্ন সাইজের বাঘাইড় মাছ ধরা পড়ার খবর পাওয়া যা‌চ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo