
ছবিঃ সিএনআই
ইবি প্রতিনিধি: শীতের আগমন উপলক্ষ্যে ‘কুয়াশা ও কবিতায় পিঠা পার্বণ’ উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। শুক্রবার (১৭ নভেম্বর) দিনব্যাপী টিএসসিসি’র করিডরে এর আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী, নাঈমা পারভীন নীলা, সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন, সহ-সভাপতি জান্নাতুল ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক আবদিম মুনিব, অনুষ্ঠান সম্পাদক দীপেন রায়, সাহিত্য সম্পাদক আব্দুল মাজেদ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পর্ণিনী সুম্মা। এছাড়াও কার্যনির্বাহী সদস্য তাসফিয়া সাফফাত, ফারহানা ইবাদ, নিরব বিশ্বাস, সূচনা ত্রিপুরাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাত বলেন, ‘আবৃত্তি আবৃত্তি প্রতি বছরই নানা ধরনের আয়োজন করে থাকে। ঠিক তেমনি এবারের শীতকে বরণ করে নেওয়ার জন্য কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আজকের এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আবৃত্তি আবৃত্তি’র প্রতিটি সদস্য পরিশ্রম করে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা বানিয়ে তারা বাঙ্গালী সংস্কৃতি কে নিজেদের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি আমাদের সংগঠন সামনেও এমন আরো উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করবে।
লালমনিরহাট প্রতিনিধি: বর ছিলেন কারাগারে। বাইরে থেকে ডেকে ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহে ভোটার সচেতনতা ও নাগরি...
নীলফামারী প্রতিনিধিঃ নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্র...
নারাণয়গঞ্জ প্রতিনিধিঃ দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্...
মন্তব্য ( ০)