• সমগ্র বাংলা

সাতক্ষীরায় বাস-বাইকের সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা
  • ২৭ অক্টোবর, ২০২৩ ১৬:৫০:১০

প্রতীকী ছবি

সাতক্ষীরাঃ সাতক্ষীরা আশাশুনি সড়কে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলে থাকা দুই ভাই নিহত হয়েছে। পুলিশ আসার আগেই পালিয়ে গেছে ঘাতকবাসের ড্রাইভার। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর ইউনিয়নের কালেরডাঙ্গা মোড়ে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার-এসও শিমুল রানা জানান, আশাশুনির ত্রিমোহনী থেকে ছেড়ে আসা খুলনা ব ৮৫২ নম্বরের সাদি হাদি নামের একটি বাস সাতক্ষীরা সদরের কালেরডাঙ্গা মোড়ে মটরসাইকেলের সাথে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটায়। সেখানে বাইক চালক সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন ও আরোহী খুলনার বয়রা এলাকার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলেও হাসপাতালে দুজনে মারা যায়। মোয়াজ্জেম ও মাহিম দু’জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। দুজনেরই বয়স ২২ বছর।

এদিকে এলাকাবাসীর খবরে পুলিশ বাসটি জব্দ করলেও বাসচালককে আটক করতে ব্যর্থ হয়। পুলিশ আসার আগেই সটকে পড়ে বাস ড্রাইভার, কন্ড্রাক্টর ও হেল্পার। সাতক্ষীরা সদর থানায় উিউটিরত পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, তিনি শুনেছেন সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গিয়েছেন। তবে এর থেকে বিস্তারিত কিছু জানেন না জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo