• শিক্ষা

পরিবেশ রক্ষায় ইবি’র লোকপ্রশাসন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

  • শিক্ষা
  • ০১ অক্টোবর, ২০২৩ ১৮:৫৭:২৮

ছবিঃ সিএনআই

ইবি, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। রবিবার (১লা সেপ্টেম্বর) ক্যাম্পাসের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন এলাকায় বিভিন্ন ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপণ করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বিভাগের অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. জুলফিকার হোসেন, অধ্যাপক ড. মুন্সী মুর্তজা আলী উপস্থিত ছিলেন। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা যদি গাছকে ভালোবাসি, তাহলে পরিবেশ ভালো থাকবে। আর পরিবেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এসময় তিনি এই কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। একইসঙ্গে টেকসই উন্নয়নের জন্য পরবর্তীতে বিভাগের পক্ষ থেকে এরকম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo