• সমগ্র বাংলা

সুন্দরগঞ্জে জাতীয় পাটির দ্বি- বার্ষিক সম্মেলন

  • সমগ্র বাংলা
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২০:০৭:১৮

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে  জাতীয় পাটির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর)  উপজেলার আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে  সম্মেলনের উদ্ধোধন করেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,  অতিরিক্ত মহাসচিব রংপুর বিভাগ ও উপজেলা আহ্বায়ক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সভাপতিত্বে ও  আব্দুল মান্নান মন্ডলের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসবে বক্তব্য দেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথি বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মেজর ( অব:)  রানা মোহাম্মদ সোহেল এমপি,কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান ( আদেল), ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রশিদ রেজা সরকারসহ অনেকেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়পাটির সিনিয়র সহ- সভাপতি মো: আনছার আলী সরকার, কৃষক পাটির সাধারন সম্পাদক আবুল কাশেম, যুব সংহতির সভাপিতর সাইদুর রহমান,সেচ্ছাসেবক পাটির সভাপতি সরোয়ার হোসেন বাবু,  চাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ

মন্তব্য ( ০)





  • company_logo