
ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ শিক্ষা ক্যাডারে বৈষম্য দুরিকরণ এবং গ্রেড উন্নিতের দাবিতে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিসিএস সাধারন শিক্ষা সমিতির নেতারা। অন্যথায় আগামী অক্টোবর মাসে দুই দফায় ৪দিনের কর্ম বিরতি পালনের কর্মসূচি ঘোষনা করেছেন তারা।
সংবাদ সম্মেলনে দাবি নামা তুলে ধরেন বিসিএস সাধারন শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর আবেদুর রহমান এবং সাধারন সম্পাদক জহিরুল ইসলাম।
শিক্ষক নেতারা জানান, সরকারি কলেজ এবং সরকারি মাদ্রাসাসহ সকল দপ্তর অধিদপ্তরে কর্মরত রয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারে ১৬ হাজার কর্মকর্তা। এদের মধ্যে পদোন্নতিযোগ্য কর্মকর্তা রয়েছেন ৭ হাজার জন, অধ্যাপদ পদে পদোন্নতি যোগ্য ১২শত জন,সহযোগি অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য ৩ হাজার জন এবং সহকারি অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য আরো ৩ হাজার কর্মকর্তা রয়েছেন। আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অজ্ঞাত কারনে সেই নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছেনা।
অন্যদিকে উচ্চ মাধ্যমিকসহ উচ্চশিক্ষাস্তরে শিক্ষার্থীর সংখ্যা ৫০ লাখের মত। মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের পদ সৃজন অপরিহার্য। দীর্ঘ ৯ বছর ধরে ১২ হাজার ৪৪৪টি পদ সৃজনের প্রস্তাব ঝুলিয়ে রাখা হয়েছে।
অন্য ক্যাডারে ৫ম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতির সুযোগ থাকলেও শিক্ষা ক্যাডারে ৪র্থ গ্রেডের উপর পদ রাখা হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষক নেতারা। অধ্যাপক পদকে তৃতীয় গ্রেডে উন্নিত এবং আনুপাতিক হারে ১ম ও ২য় গ্রেডের পদ সৃষ্টির দাবি জানিয়েছেন তারা। ২০১৫ সালের পে স্কেলের ফলে অবসরকালিন ১০ থেকে ১৫ লাখ করে টাকা কম পাচ্ছেন শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।
বৈষম্য দুরিকরণসহ দাবি আদায়ে ২ অক্টোবর দিনব্যাপি এবং ১০ থেকে ১২ অক্টোবর পানা ৩ দিন ব্যাপি কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষনা করেছেন তারা। একযোগে কর্মসূচিতে সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসার শিক্ষকসহ সকল দপ্তর অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পালন করবে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় একটি প্ল্য...
স্বাস্থ্য ডেস্কঃ দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ ...
সুনামগঞ্জঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার...
ইবি কুষ্টিয়াঃ ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর কু...
মন্তব্য ( ০)