• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:১৪:৪৫

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্স নিয়ে ভূরুঙ্গামারী উপজেলার বাউসমারী উত্তর পাড়া বড় খাটামারী গ্রামস্থ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সাজেদুল ইসলাম ওরফে সাজু(৩০) এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ৩৯৫ বোতল, ৪৯ বোতল স্কাফ, গাঁজা ৫ কেজি ১০০ গ্রাম ও টাপেনটাডল নামীয় ট্যাবলেট ৩০ টি  উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু জাফর বলেন, পলাতক মাদক ব্যবসায়ী মোঃ সাজেদুল ইসলাম ওরফে সাজুর বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo