
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকায় চাঞ্চল্যকর রিথি হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলার সদর উপজেলার জঙ্গলদী এলাকা হতে গ্রেপ্তার করে। আজ রাত সাড়ে নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব। গ্রেপ্তার মোঃ আল মামুন (৫২) চরপলিশা এলাকার মৃত আজিজুল হক মন্ডলের ছেলে।
জামালপুরের র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বুধবার (২০সেপ্টেম্বর) রিথি আক্তার হত্যার হত্যার শিকার হয়। রিথি ও তাঁর স্বামী গোলাম রব্বানী একই বিদ্যালয়ে লেখাপড়া করতেন। এক সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থেকে এক পর্যায়ে এ বছর মে তাঁদের পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পরে থেকে রিথি বেশি সময় বাবার বাড়িতেই থাকতেন। গত বুধবার (২০সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রিথি বেতমারী তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর সাথে মোটরসাইকেল করে বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়িতে আসেন। ওই দিন বিকাল সাড়ে চারটার দিকে ঘরের মেঝেতে রিথির মরাদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে ওই নববধূ রিথিকে হত্যা করা হয়েছে বলে জানান নিহতের পরিবার। হত্যার শিকার বাবা গত (২১ সেপ্টেম্বর) বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যার পর থেকেই আসামি ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। এ ঘটনায় পালাতক আসামি আল মামুন বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তাকে সনাক্ত করে গ্রেপ্তার করে র্যাব। আটককৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে মেলান্দহ থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে&nbs...
বিনোদন ডেস্কঃ বলিউড দম্পতিদের মধ্যে...
নড়াইল প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ন...
মন্তব্য ( ০)