
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জলপথ দক্ষিণ চীন সাগর থেকে চীনের ব্যারিয়ার সরানোর ঘোষণা দিয়েছে ফিলিপাইন। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদোয়ার্দো আনো।সোমবার এক বিবৃতিতে এদোয়ার্দো আনো বলেন, ‘সাগরের যে এলাকায় চীন ব্যারিয়ার বসিয়েছে, আন্তর্জাতিক আইন অনুসারে সেটি কোনোভাবেই চীনের সার্বভৌম অঞ্চলের মধ্যে পড়ে না; বরং চীন এই ব্যারিয়ার বসানোর কারণে আমাদের দেশের মৎসজীবীদের মাছ আহরণ সম্পর্কিত আন্তর্জাতিক আইন ক্ষুন্ন হয়েছে।
ভাসমান এই ব্যারিয়ার বসানোর কারণে আমরা চীনের কোস্টগার্ড বাহিনীর প্রতি নিন্দা জানাচ্ছি এবং আরও বলছি যে, এই ব্যারিয়ার তুলে নেওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার, তার সবই ফিলিপাইন নেবে। রোববার ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর মুখপাত্র জায়ে তারিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, সাগরের স্কারবোরোফ শোয়াল নামের এলাকার একটি অংশে ভাসমান ব্যারিয়ার বসিয়েছে চীন।
এক্স পোস্টে ব্যারিয়ারের কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন অনুসারে স্কারবোরোফ শোয়ালে মাছ আহরণে ফিলিপাইনের কোনো বাধা নেই কিন্তু এই ব্যারিয়ারের কারণে দেশটির মৎসজীবীরা সেখানে যেতে পারছেন না। আন্তর্জাতিক সমুদ্র আইন রক্ষা ও দক্ষিণ চীন সাগরের নিজ নিজ এলাকার ওপর ডোমেনই বজায় রাখতে এই সাগরতীরের অন্যান্য দেশকেও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছিলেন তারিয়েলা।
গত কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীনের সঙ্গে সাগর তীরের ৬ দেশ ভিয়েতনাম, মালয়েশিয়া, জাপান, ব্রুনেই, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের টানাপোড়েন চলছে। সম্প্রতি চীন দক্ষিণ চীন সাগরের নতুন যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে চীনের সঙ্গে এই দেশগুলোর তিক্ততা আরও বেড়েছে। কারণ মানচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে- সার্বভৌম, এক্সক্লুসিভ এবং ইকোনমিক-তিন পর্যায়ে সাগরটির প্রায় ৯০ শতাংশ এলাকা নিজেদের বলে দাবি করেছে চীন।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমলে তার সঙ্গে সুসম্পর্ক থাকায় সাগরতীরের অন্যান্য দেশের তুলনায় ফিলিপাইনের প্রতি খানিকটা উদার ছিল চীন। কিন্তু গত বছর দুতার্তের উত্তরসূরী হিসেবে ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ক্ষমতাগ্রহণের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অবনতি ঘটেছে। এই ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি চীন।
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের বর্বর বোমা হামলায় ফিলিস্...
নিউজ ডেস্কঃ দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ...
গাজীপুর প্রতিনিধিঃ
মন্তব্য ( ০)