
ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ থেকে গত ১৭ দিনে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হারিয়ে যাওয়া এসব ফোন দেশের বিভিন্নস্থান থেকে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উদ্ধার করে জেলা পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম বার।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ সর্বদা সাধারণ জনগনকে সবধরনের আইনি সহযোগিতা প্রদানে বদ্ধ পরিকর তারই ফলশ্রুতিতে সম্প্রতি জেলা পুলিশ জিডি মূলে হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে মানিকগঞ্জ জেলা পুলিশের সদর, সিংগাইর, হরিরামপুর, শিবালয়, ঘিওর, দৌলতপুর এবং সাটুরিয়া থানা কর্তৃক মোট ৬৭ টি হারানো মোবাইল উদ্ধার করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার অভ্যন্তরে ও জেলার বাহিরে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই মোবাইলগুলি উদ্ধার করা হয়। এর মধ্যে সদর থানায় ৩০টি , সিংগাইরে ২৩টি, সাটুরিয়া ০১টি, শিবালয় ০২টি, ঘিওর ০৬টি, দৌলতপুর ০৪টি, হরিরামপুর ০১টি হারানো মোবাইল উদ্ধার করা হয়েছে। সকলের সহযোগিতায় এই উদ্যোগ চলমান থাকবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।
ময়মনসিংহ প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের ত্রিশা...
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ ম...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খা...
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো শক্তি যেন রাষ্...
মন্তব্য ( ০)