
ছবিঃ সিএনআই
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তিবিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ১১টি ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণী এবং ৬ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে থেকে দিনব্যাপী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ফলিত গবেষণা বিভাগ ব্রি গাজীপুরের আয়োজনে কাপাসিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফলিত গবেষণা বিভাগ, ব্রি গাজীপুর-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হুমায়ুন কবির কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলেন ৷
কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদের সঞ্চালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত গবেষণা বিভাগ, ব্রি গাজীপুর-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা কৃষি উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোখলেছুর রহমান প্রমুখ।
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘পর্যটনে পরিবেশ বান্ধব বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আইসিটি ইন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এ...
মন্তব্য ( ০)