
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্তরা।রোববার দুপুরে ইউনিয়নের সিটির মোড় এলাকায় স্থানীয় মহিদের যুব সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং ক্রিয়া প্রকল্পের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল গফুর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী মো. লুৎফর রহমান লিটন, ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি মো. আবুল হোসেন, কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি রুমি বেগম প্রমুখ।
আন্তর্জাতিক গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন পালন উপলক্ষে অনুষ্ঠানে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্প (ক্রিয়া) এর আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুইডেন সরকারের আর্থিক সহায়তায় মানববন্ধনে এলাকার ক্ষতিগ্রস্থ নারী-পুরুষ, কিশোর-কিশোরী, যুবগ্রুপ এবং ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, বৈশ্বিকভাবে যারা পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস নি:সরনে ও জলবায়ু পরিবর্তনে বেশী প্রভাব ফেলছে, তাদেরকে অতিসত্বর নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি জানাচ্ছি আমরা।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ...
বিনোদন ডেস্কঃ ক্যামেরার নজর এড়িয়ে প্রেম করেছিলেন ভি...
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় বিধ্বংসী ...
নিউজ ডেস্কঃ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্...
মন্তব্য ( ০)