• রাজনীতি

ফরিদপুরে গনসংযোগে এগিয়ে আঞ্জুমান আরা 

  • রাজনীতি
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৫৭:০১

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এলাকায় গন সংযোগ করে এগিয়ে আছে আওয়ামীলীগের নেত্রী আন্জুমান আরা বেগম। তিনি ফরিদপুর সংসদীয় আসন ২ ( নগরকান্দা -সালথা)  থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত‍্যাশি। আন্জুমান আরা বেগম ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করে আসছে। বতর্মানে তিনি ফরিদপুর জেলা পরিষদের সদস্য এবং ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের 

সদস্য। ফরিদপুর সংসদীয় আসন থেকে অনেক নেতাই গন সংযোগ করে যাচ্ছে তাদের মধ্যে আন্জুমান আরা বেগম অন‍্যতম সবার চেয়ে গন সংযোগে এগিয়ে আছে। দুই টি উপজেলা নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর সংসদীয় আসন (২) । এ আসন থেকে আওয়ামীলীগের অন‍্যতম সংদস‍্য বর্ষিয়ান রাজনৈতিকবীদ সৈয়দা সাজেদা চৌধুরী একাধিক বার নির্বাচিত হয়েছে। গতবছর মৃত্যুর আগ পযর্ন্ত তিনি সংসদ সদস্য ও সংসদ উপ নেতা ছিলেন। তার মৃত্যুর পর উপ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে লাবু চৌধুরী কে মনোনয়ন দেয় আওয়ামীলীগ এবং  তিনি উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়। তবে তিনি তার মায়ের রাজনৈতিক আদর্শ ধরে রাখতে পারেন নাই বলে অভিযোগ রয়েছে এলাকা বাসির। বিভিন্ন কারনে নগরকান্দা - সালথা বাসি বিকল্প ভালো আওয়ামীলীগের নেতা খোঁজছেন। দ্বাদশ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনয়ন প্র‍ত‍্যাশি হয়ে মাঠে আছে যার  তাদের মধ্যে রয়েছে ফরিদপুর জেলা  আওয়ামী লীগের 

সহসভাপতি ও সাবেক সংসদ সাইফুজ্জামান চৌধুরী।  বতর্মান সংসদ সদস্য লাবু চৌধুরী. ও নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ  সম্পাদক জামাল হোসেন মিয়া সহ প্রমুখ। সৈয়দা সাজেদা চৌধুরী মৃত্যুর 

পর থেকে আন্জুমান আরা বেগমের  গ্রহন যোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং  দুই উপজেলার সাধারণ ভোটরা আওয়ামীলীগের সভাপতির নিকট তাদের দাবি নগরকান্দা- সালথা আসন টিতে আন্জুমান আরা বেগমকে মনোনয়ন দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে  এলাকার  একাধিক ভোটরা জানান,  এমন কোন বাড়ি নেই  যে বাড়িতে গিয়ে গন সংযোগ না করেছে। তারা আরো বলেন আন্জুমান আরা বেগম একজন যোগ্য নেত্রী হিসাবে পরিচিতি পেয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo