• আন্তর্জাতিক
  • লিড নিউজ

চীনে সেতু নির্মাণ প্রকল্পে ক্রেন ভেঙে পড়ে নিহত ৬

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৪৫:০৮

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চীনে একটি সেতু নির্মাণ প্রকল্পে ক্রেন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির সিচুয়ান প্রদেশের জিয়ানয়াং শহরে ঘটনাটি ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে তুও নদীর ওপর একটি এক্সপ্রেসওয়ে সেতু নির্মাণের কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। পরিবহণ সংস্থা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে হতাহতদের পরিচয় বা ধসের কারণ সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেয়া হয়নি। তারা জানায় কর্তৃপক্ষ ঘটনাটি দেখছে এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রেনটি একটি ইস্পাতের তার উঠানোর সময় হঠাৎ ছিটকে পড়ে এবং সেতুর ডেকের ওপর পড়ে যায়। ফলে বেশ কিছু যানবাহন এবং শ্রমিকের ওপর ভেঙে পড়ে ক্রেনটি।

 

মন্তব্য ( ০)





  • company_logo