
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ এবারের এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তে। কিন্তু সেটাও ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে। এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তান ম্যাচ ছিল গতকাল রোববার)। কলম্বোর আবহাওয়া মাথায় রেখে অনেক সমালোচনা হলেও শুধু এই ম্যাচ ও ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে রেখেছে এসিসি। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
গতকাল বৃষ্টির শঙ্কা নিয়েই নির্ধারিত সময়ে শুরু হয়েছিল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম থেকেই দ্রুত রান তুলতে থাকে ভারত। উদ্বোধনী জুটিতে শতরান তোলেন দুই ওপেনার শুবমান গিল ও রোহিত শর্মা। দুইজনেই ফিফটি করে আউট হন। ২৪.১ ওভারে বৃষ্টি নামলে পরে খেলা গড়ায়নি মাঠে। মাঠ প্রস্তত করতে টেবিল ফ্যানও ব্যবহার করেছেন মাঠকর্মীরা। রিজার্ভ ডে-তে আজ আবার খেলা শুরু হবে।
তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও বৃষ্টি বাগড়া দিতে পারে বহুল প্রতীক্ষিত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। দ্য ওয়েদার চ্যানেল অনুযায়ী আজ সোমবার কলম্বোতে দিনে ও রাতে বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ। আছে বজ্র-বৃষ্টির সম্ভবনাও। তেমনটা হলে বড় অংকের ক্ষতির মুখে পড়বে এসিসি।
অবশ্য কলম্বোর আবহাওয়া সুখবর দিচ্ছে না বাকি ম্যাচগুলো নিয়েও। ফাইনাল পর্যন্ত প্রতিদিনই আছে বৃষ্টির সম্ভাবনা। সুপার ফোরের বাকি ম্যাচগুলো পরিত্যক্ত হয়ে গেলে ফাইনালে উঠে যাবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে সুপার ফোরে। সেক্ষেত্রে ভারত তৃতীয় দল হিসেবে টুর্নামেন্ট শেষ করবে।
দুই ম্যাচ হেরে আগেই ফাইনালের রাস্তা থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ফাইনালও পরিত্যক্ত হলে প্রথমবারের মতো এশিয়া কাপ দেখবে যৌথ চ্যাম্পিয়ন।
এশিয়া কাপের সুপার ফোরে কেবল একটা ম্যাচে রিজার্ভ ডে রাখা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। টুর্নামেন্টের মাঝপথে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। এক পর্যায়ে তো ভেন্যু পরিবর্তন নিয়েও অনেকদূর এগিয়ে ছিল এসিসি।
পরিবর্তিত সূচি অনুযায়ী এখন টানা তিন দিন ম্যাচ খেলতে হবে ভারতকে। আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কা ও ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও...
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ০৮টি বিভাগে ০৩টি পদে ১...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে ন...
গাজীপুরঃ গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় একটি ট্রাক...
মন্তব্য ( ১)
নাম প্রকাশে অনিচ্ছুক
Your blog has piqued a lot of real interest. I can see why since you have done such a good job of making it interesting. I appreciate your efforts very much. game baccarat online