• খেলাধুলা

ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে জোকোভিচের ইতিহাস

  • খেলাধুলা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৩:১১

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ রাশিয়ান বাছাই দানিল মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা হাতে তুলেছেন নোভাক জোকোভিচ। এটি সার্বিয়ান কিংবদন্তির ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম। সেই সঙ্গে ৫০ বছর আগে মার্গারেট কোর্টের এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন 'জোকার'। নিউইয়র্কের ফাইনালে ৩৬ বছর বয়সী জোকোভিচ ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে, অর্থাৎ সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন প্রতিপক্ষ মেদভেদেভকে।  

তবে যতটা সহজ জয় মনে হচ্ছে, জোকোভিচের জন্য তা মোটেই তা ছিল না। প্রথম সেটটা মোটামুটি হেসেখেলে জিতলেও দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছেন মেদভেদেভ। এই সেট সম্পন্ন হতে সময় লেগেছে ১ ঘণ্টা ৪৪ মিনিট!  তবে তৃতীয় সেটে ফের অনায়াসেই জয় তুলে নিয়েছেন সার্বিয়ান গ্রেট।

ক্যারিয়ারের ২৪তম মেজর জিতে উচ্ছ্বসিত জোকোভিচ জানিয়ে দেন, এখানেই থামবেন না তিনি। পরের বছর ১০ম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার লক্ষ্য ঠিক করেছেন তিনি। যদিও দ্বিতীয় সেট চলার সময় দ্বিতীয় বাছাই এই টেনিস তারকাকে কিছুটা ক্লান্ত মনে হয়েছে। এমনকি চোটের সম্ভাবনাও দেখা দিয়েছিল। তবে সব শঙ্কা এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি।

এ বছরের শুরুর দিকে স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালকে পেছনে ফেলে ২২তম মেজর জেতার কীর্তি গড়েন জোকোভিচ। শুধু কি তাই, বছরের ৪টি গ্র্যান্ড স্লামের ৩টিই তার হাতে উঠেছে। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চারবার বছরের তিনটি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড আছে তার দখলে।  

মন্তব্য ( ০)





  • company_logo