
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: থানার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে পুলিশি সেবা এবং অপরাধ নির্মূল বিষয়ে ভিডিও তৈরি করে প্রশংসিত হচ্ছেন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। আইনগত বিভিন্ন তথ্য ভিডিওর মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করেন তিনি।
জাহাঙ্গীর আলমের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার জুম্মাপাড়া এলাকায়। তবে বর্তমানে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী থানায় এসআই পদে কর্মরত রয়েছেন। ইতিমধ্যে জাহাঙ্গীর আলমের ফেসবুক পেইজে প্রায় ২ মিলিয়ন ফলোয়ার (অনুসারী) তৈরি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অভিনয় ও সাহিত্যের বিভিন্ন মাধ্যমে লেখালেখিও করে থাকেন।
জানা গেছে, কীভাবে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) করতে হয়, কেন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়, রিকলের কাজ কী, কখন, কোথায় রিকল জমা দিতে হবে ইত্যাদি ভিডিওর মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করেন জাহাঙ্গীর আলম। সেই সঙ্গে প্রতারণার হাত থেকে বাঁচা, সড়ক নিরাপদ রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে তার ফেসবুক পেইজে ভিডিও প্রকাশ করে থাকেন। এতে করে আইনের প্রতি সঠিক ধারণা না থাকা মানুষগুলো অনেক উপকার পাচ্ছেন। এদিকে সচেতনতামূলক তথ্য কথিকা তৈরির পাশিপাশি এসআই জাহাঙ্গীর আলম বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে তিন গোয়েন্দা, বিল্টুমামা, মধ্যরাতের ট্রেন, থ্রিসিস্টার্স, শঙ্খ সাদা পরিবারসহ চ্যানেল আইতে প্রচারিত ক্রাইম স্টোরির অনেক অ্যাপিসোডের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তোমাকে চাই, সিক্ত দহন, হৃদয় পোড়ানো গন্ধ নামক তিনটি উপন্যাসও লিখেছেন।
জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, একজন মানুষ হিসেবে আমি মানুষের দুঃসময়ের বন্ধু হতে চাই। যেহেতু আমি একজন পুলিশ সদস্য, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে যদি এ কাজের জন্য আরো বেশি উৎসাহ পাই, তাহলে এই কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম আরও অনেক বৃদ্ধি করতে পারব বলে আশা করি।’ ছোটবেলা থেকেই মানুষের দুঃখ-কষ্ট দেখলে সহ্য হয় না। নিজের বেতনের টাকা থেকে হলেও নিজের গ্রামের কিছু গরিব পরিবারকে সাহায্য করার চেষ্টা করছেন তিনি।
কুষ্টিয়া প্রতিনিধিঃ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদো...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা...
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলায় নদীর চরে অব...
কুষ্টিয়া প্রতিনিধিঃ শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ ...
মন্তব্য ( ০)