• শিশু সংবাদ

ময়মনসিংহে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে আগুন শিশুসহ দগ্ধ ৬

  • শিশু সংবাদ
  • ২৬ আগস্ট, ২০২৩ ২২:২১:১১

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছে।  শনিবার ২৬ আগস্ট ২০২৩ বিকেল ৪টার দিকে নগরীর শানকিপাড়া শেষ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বাসার মালিক নুরুল ইসলাম (৭৩), সাত বছরের শিশু ও বাসায় কাজ করা শ্রমিক সোয়েব মাহমুদ (৪০) এবং বিল্লাল হোসেন (৩২), প্রান্ত (৩০), সাদ্দাম (৩০)।

শানকিপাড়া শেষ মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় ভবনটির একটি কক্ষে সিলিন্ডার গ্যাস সংযোগের চুলা জ্বালানোর সময় লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে চার শ্রমিকসহ বাড়িটির মালিক নুরুল ও তার নাতি দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন।আহতরা শঙ্কামুক্ত ।

মন্তব্য ( ০)





  • company_logo